আন্তর্জাতিক

‘মূল্যবোধ ‘ রক্ষার কথা বলে ঢেকে দেওয়া হল ভাস্কর্যের বক্ষ

By Daily Satkhira

March 27, 2019

বিদেশের খবর: বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এবার দেশটির রাজধানী জাকার্তার অ্যাঙ্কোল ড্রিমল্যান্ড পার্কে দুটি মৎস্যকন্যার ভাস্কর্যের উন্মুক্ত স্তন ‘মূল্যবোধ’ রক্ষার কথা বলে সোনালি আবরণে ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার সমালোচনা করেছেন শিল্পী।

জানা গেছে, এই ভাস্কর্য দু’টি সেখানে রয়েছে ১৫ বছর ধরে। হঠাৎ ভাস্কর্যের এই পরিবর্তন বিস্মিত করেছে অনেককে। তবে পার্ক কর্তৃপক্ষ বলেছে, ভাস্কর্য ঢেকে দেওয়ার এই সিদ্ধান্ত তারা গতবছরই নিয়েছিলেন। খবর বিবিসি’র পার্কের মুখপাত্র রিকা লেস্টারি বিবিসিকে বলেন, “এটা একান্তই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিষয়, এখানে বাইরের কোনো চাপ নেই। পরিবারের সবার জন্য একটি বিনোদনকমূলক পার্কে রূপান্তরের প্রক্রিয়ায় আছি আমরা।”