নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ গ্রহণ করে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, মহান মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনসভা, আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও দোয়া অনুষ্ঠান। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মো. আতিয়ার রহমান, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, অরুন কুমার মণ্ডল, দেবব্রত ঘোষ, গীতা রানী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার, শিক্ষার্থী কণিকা মণ্ডল, মাহিরা আফরিন ও সুমাইয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশ প্রেমিক সুনাগরিক বিজ্ঞান মনস্ক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার প্রতি আহ্বান জানান