আশাশুনি

আশাশুনিতে যক্ষ্মা দিবসে র‌্যালি

By daily satkhira

March 27, 2019

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ‘এখনই সময় অঙ্গীঁকার করার যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে ও ব্র্যাক’র সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: অরুণ কুমার ব্যাণার্জী। ব্রাক’র যক্ষ্মা প্রকল্পের আশাশুনি ম্যানেজার কামরুজ্জামানের উপস্থাপনায় বিষয়ের উপর বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: খায়রুল আনাম সৌদ, ডেন্টিষ্ট মানিক চন্দ্র মন্ডল, প্রোগ্রাম অফিসার বিকাশ চন্দ্র সরকার, টিএলসিএ আজহারুল ইসলাম প্রমুখ।