আন্তর্জাতিক

বিট্রেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি থেরেসা মে

By Daily Satkhira

March 28, 2019

দেশের খবর: ব্রেক্সিট চুক্তিতে নিজ দলের এমপিরা সমর্থন দিলে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রতিজ্ঞা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

গতকাল বুধবার চুক্তিসহ ব্রেক্সিট বাস্তবায়নে তৃতীয় ভোটের সম্ভাব্য বিকল্প নিয়ে পার্লামেন্টে বিতর্কের শুরুতে কনজারভেটিভ পার্টির এমপিরা থেরেনা মের পদত্যাগের দাবি করেন। পরে নিজ দলের তিনশরও বেশি এমপির উপস্থিতিতে বৈঠকে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যম বিবিসি, সিএনএন এ তথ্য দেয়।

দল এবং দেশের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান থেরেসা মে। পদত্যাগের দিনক্ষণ উল্লেখ না করলেও, ব্রিটিশ জনগণের গণভোটের ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্যে চুক্তিসহ ব্রেক্সিট পার্লামেন্টে বাস্তবায়ন হলেই পদত্যাগ করবেন বলে জানান তিনি।

এর আগে, ব্রিটিশ পার্লামেন্টে দুই দফায় প্রত্যাখ্যাত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তি। ওই চুক্তি নিয়ে নিজ দলের এমপিদেরও বিরোধিতার মুখে পড়ছেন তিনি।

এবার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার শর্তে ব্রেক্সিট চুক্তিতে দলীয় এমপিদের সমর্থন চাইলেন থেরেসা মে।