জাতীয়

নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

By Daily Satkhira

February 19, 2017

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমি নিয়ে একটি সালিশি বৈঠকে আবদুল বাতেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বাতেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি গ্রামের দেওয়ান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সুলপান্দি গ্রামের মিছির আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল বাতেনের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধ মীমাংসা করতে রবিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য (মেম্বার) খোকন মিয়ার উপস্থিতিতে সালিশি বৈঠক বসে। তখন তর্ক বিতর্কের জের ধরে মিছির আলীর পক্ষে শাহজাহান, আইউবুর, মহিবুর, ইউনুসসহ আরও কয়েকজন মিলে বাতেনকে লাঠিসোটা নিয়ে বেধড়ক পিটুনি দেয়। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই আব্দুল বাতেনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।