জাতীয়

বনানীর আগুনে নিহত ২৫, কোনো নিখোঁজ নেই : পুলিশ

By Daily Satkhira

March 29, 2019

দেশের খবর: এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশার’ মধ্যে আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সেখান থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ শুক্রবার সকালে এফ আর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাঁকেও শনাক্ত করা হয়েছে। সেটিও হস্তান্তর করা হবে।’

গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কেউ নিখোঁজের কোনো তথ্য দেননি বা সন্ধান নিতে আসেনি বলেও জানান পুলিশের এই উপকমিশনার।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াও সকালে এনটিভি অনলাইনকে বলেছেন, ‘রাতের মধ্যে ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি একটি লাশ মর্গে আছে।’

গতকাল দুপুরে বনানীর ২২ তলা ভবনটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। এর পরই একের পর লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। আর এতে করেই লাশের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে আজ সকালে পুলিশের পক্ষ থেকে ফের লাশের সংখ্যা ২৫ বলে জানানো হলো। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। আজ সকাল থেকেই ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ আরো বলেন, ‘এখানে পুলিশের ২১টি টিম কাজ করবে। তারা ভবনের প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুরে দেখবে। কোথাও কোনো ধরনের ঝামেলা আছে কি-না, তা খতিয়ে দেখবে। এ মুহূর্তে ফায়ার সার্ভিসের নয়টি টিম কাজ করছে।

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘এফ আর টাওয়ারটির মালিক ইঞ্জিনিয়ার ফারুক এবং রূপায়ণ গ্রুপ। আমরা মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

ডিসি মোস্তাক আহমেদ আরো বলেন, ‘সকলের প্রতি অনুরোধ করব, যেকোনো তথ্যের জন্য আমাদের জিজ্ঞেস করুন, কন্ট্রোল রুম থেকে আপনারা নিন, যাতে কোনো অসমর্থিত তথ্য প্রকাশিত না হয়, যাতে কেউ বিভ্রান্ত ধারণার মধ্যে না থাকে।’