খুলনা

খুলনা নর্দান ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব

By Daily Satkhira

February 19, 2017

প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনায় বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এ বসন্ত বরণ উৎসব শুরু হয়। এতে দিন ব্যাপী নাচ, গান কবিতা আবৃত্তি, পিঠা উৎসবসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বসন্তবরণ  অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. ইব্রাহিম। সে সময় তিনি বলেন, আমাদের দেশে ঋতুচক্রে বসন্তের উপস্থিতি ক্ষণস্থায়ী হলেও তাৎপর্যপূর্ণ। বসন্ত তারুণ্যের উচ্ছ্বাস, প্রাণের স্পন্দন। মানুষের সাথে মানুষের সম্প্রীতির উন্নয়ন। এ সময় আরো উপস্থিত ছিলেন, এনইউবিটিকের কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট  মোঃ ইফতেখারুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের  প্রধান এস এম মনিরুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের প্রধান মোঃ রবিউল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রাজীব হাসনাত শাকিল। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা।