জাতীয়

‘অফিসে ফায়ার সেফটি না থাকলে আমাদের জানান’

By daily satkhira

March 29, 2019

দেশের খবর: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমাদের এখন আর কথা বলার সময় নেই, এখন অ্যাকশনের সময়। আমরা অ্যাকশনে বিশ্বাস করি।’

চাকরিজীবীদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনারা যারা চাকরি করেন, তাদের প্রতি অনুরোধ যে, অফিসে প্রবেশের পূর্বে আপনারা দেখুন যে, আপনার অফিসের বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি আছে কি না। যদি না থাকে তাহলে অফিসে প্রবেশ করবেন না। অথবা আমাদের জানান।’

আজ শুক্রবার এফ আর টাওয়ারের সামনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে চলে এসেছি, এখন সেখানে যাওয়ার উপায় নেই। ঢাকার ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি করপোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে হবে। আমরা সেগুলো মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। প্রতিটি ভবনে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা দেখে প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি বলেন, ‘দ্রুতই বহুতল ভবনগুলোর ফায়ার সেফটি ও ভবন সেফটির কাগজপত্র রেডি রাখতে জনস্বার্থে নোটিস দেওয়া হবে। নোটিস দেওয়ার পর ম্যাজিস্ট্রেট পাঠাব। যদি দেখা যায় ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করেনি, অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব।’

মেয়র আতিকুল ইসলাম আরো বলেন, ‘এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন ও রাজউক একসঙ্গে কাজ করতে চায়। এই ভবন ১৮ তলার অনুমোদন নিয়ে কীভাবে ২২ তলা হল, সেগুলো আমরা দেখব। এই অনিয়ম মেনে নেওয়া যেতে পারে না। আমাদের যেসব ভাই বোন এসব অফিসে চাকরি করেন তাদের নিরাপত্তার দায়িত্ব অফিস ও ভবন মালিকদেরও রয়েছে। তারাও এই দায় এড়াতে পারেন না।