সাতক্ষীরা

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার ১৩তম হাজী সম্মেলন

By daily satkhira

March 30, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ১৩তম হাজী সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে হাজী কল্যাণ সংস্থার আয়োজনে হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে হাজী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, ‘হাজীরা আল্লাহর মেহমান। সমাজে হাজী সাহেবদের আচার আচরণ ও ভাল কাজ দেখে অনেকে শিক্ষা নেন। হজ জীবনকে গঠন করার শিক্ষা দেয়।’ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর মাসনা মাদ্রাসার মুহতারিম ও প্রিন্সিপ্যাল হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া বিন ইরশাদ দা.বা.। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুতমিশ, পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি আলহাজ¦ শেখ নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল খালেক, মাওলনা রফিকুল ইসলাম, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মো. জাহাঙ্গীর আলম, আলহাজ¦ বিএম রাজ্জাক, আলহাজ¦ মো. মেহের আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দেশের অগ্রগতি ও মুসলীম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মনিরামপুর মাসনা মাদ্রাসার মুহতারিম ও প্রিন্সিপ্যাল হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া বিন ইরশাদ দা.বা.। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি আলহাজ¦ শেখ নিজাম উদ্দিন।