দেবহাটা

দেবহাটায় কয়েক হাজার বিঘা জমির ফসল ও মাছ উৎপাদন হুমকির মুখে

By Daily Satkhira

March 31, 2019

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলার মধ্যে দেবহাটা একটি ছোট উপজেলা হলেও এই জেলা থেকে যে পরিমান মাছ ও অন্যান্য ফসল বাইরে রপ্তানী হয় তার একটি বড় অংশই দেবহাটা উপজেলার। দেবহাটার কুলিয়া ইউনিয়নে অবস্থিত লাবণ্যবতী খালের সাথে শ্রীরামপুর শাখা খালের মধ্যে কোন শ্লুইচ গেট না থাাকায় চাষীরা বিপাকে পড়ছে। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলেও এর কোন প্রতিকার আজও হয়নি। যার কারনে দিনদিন হাজার হাজার বিঘা জমির ফসল ও মৎস্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। লাবন্যবতি খালের ইছামতি নদীর শাখরা নামক স্থান থেকে উৎপত্তি হয়ে কুলিয়া ইউনিয়নের উপর দিয়ে শশাডাঙ্গার উপর দিয়ে এল্লারচর হয়ে ব্যাঙদাহের উপর দিয়ে বয়ে চলেছে অবিরাম। অন্যদিকে এক শ্রেণীর ভুমি দস্যুরা গ্রাস করে নিয়েছে খালটির সিংহ ভাগ। দৃশ্যত কুলিয়ার বালিয়াডাঙ্গার শেষ দিকটা বসতি সহ প্রায় সকল জায়গায় খালে জেগে ওঠা চরগুলোতে স্থায়ীভাবে বসতি গড়ে তুলে অবকাঠামো ও ইচ্ছামত খালের ভিতরের জায়গায় ভেড়ি বাধ দিয়ে তৈরি করা হচ্ছে ছোট বড় ঘের। পানির অবাধ চলাচলে বড় বাধা সৃষ্টি করলেও এগুলো যেন কেউ দেখতেই পায়না। অপর দিকে এই লাবন্যবতি খালের পানির উপর ভর করে শাখরা থেকে ব্যাঙদাহ পর্যন্ত আনুমানিক ৫০ হাজার বিঘা জমিতে মৎস্য চাষ হয়। দেশের দক্ষিনাঞ্চল অর্থাৎ সাতক্ষীরা জেলার কৃষকরা ধান ও মৎস্য চাষকে প্রধান চাষ হিসেবে মনে করে এবং তার উপরই এই অঞ্চলের অধিকাংশ মানুষ জীবন জীবিকা নির্বাহ করে। এছাড়া এই অঞ্চলের চিংড়ি বিদেশে রপ্তানী করে আমাদের দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। যে চিংড়ীর অধিকাংশই যায় এই সাতক্ষীরা জেলা থেকে। তাই সাতক্ষীরা জেলা দেশের মানুষের কাছে সাদা সোনার জেলা নামে খ্যাত। সরেজমিনে যেয়ে দেখা গেছে, দেবহাটা ইছামতি নদী থেকে সরাসরি জোয়ারের পানি শাখরা গেট দিয়ে চলে আসে কুলিয়া ইউনিয়নে অবস্থিত একমাত্র খাল লাবন্যবতী দিয়ে। কিন্তু শ্রীরামপুর বাজারের পূর্ব পাশ দিয়ে অবস্থিত লাবণ্যবতী খালের একটি শাখা খাল যার নাম শ্রীরামপুর খাল। এই শ্রীরামপুর খাল দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বহেরা, গুচ্ছগ্রাম, বাদামতলা, গাংনী, মাহমুদপুর, ভাড়–খালি সহ বিস্তর এলাকায় পানি নিষ্কাশনের কাজে ব্যবহার হয়। এই এলাকার কৃষকরা হাজার হাজার বিঘা জমিতে ইরি চাষকে প্রাধান্য দিয়ে থাকেন। এছাড়া কিছু কিছু কৃষক ধান চাষের পাশাপাশি, সাদা মাছও চাষ করে থাকে। তাই চৈত্র-বৈশাখ মাসে এই খালে লোনা পানি প্রবেশ করলে এসকল ফসল উৎপাদন দারুন ভাবে ব্যহত হয়। একারণে শাখরা-কোমরপুর স্লুইচ গেটের ডালা বন্ধ করে লোনা পানি উত্তোলণ বন্ধ রেখেছে স্থানীয়রা। অপর দিকে এলাকাটি নি¤œাঞ্চল হওয়ায় লাবন্যবতী খাল থেকে শ্রীরামপুর শাখা খালের প্রবেশ মুখে শ্লুইচ গেট অত্যন্ত জরুরী। এ সমস্যার কারণে কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বাগমারি, পদ্মচোখা, কুমিরমারি, সুবর্ণাবাদ, রঘুরাথপুর, আন্দুল পোতা, নুনে খোলা, হিজলডাঙ্গা, রামনগর, শ্যামনগর, গোপরাখালি, শশাডাঙ্গা, হিরারচক, শান্তা, নাজিরের ঘের, ফুলবাড়িয়া, টিকেট, সদর উপজেলার গাভা-ফিংড়ী, আশাশুনি উপজেলার মজগুল খালি, বদরতলা, শরাফপুর সহ বিস্তর এলাকার হাজার হাজার বিঘা মৎস্য ঘের পরিপুর্ন লোনা পানি না ওঠার ফলে চিংড়ী চাষ হুমকির মুখে। এতে একদিকে যেমন এলাকার ঘের মালিক এবং ধান চাষিরা লোকসানের মুখে, অন্য দিকে সঠিক ভাবে চিংড়ী উৎপাদন না হলে সরকার মোটা অংকের রাজস্ব হারাবে বলে মনে করছে স্থানীয়রা। এ ব্যাপারে কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম জানান, মাঝে মাঝে শ্রীরামপুর বাজার সংলগ্ন শ্রীরামপুর শাখা খালের মুখ বেধে দিয়ে পানি ওঠানো হচ্ছে। তবে এটি অনেক ব্যয়বহুল হওয়ায় উক্ত স্থানে একটি শ্লুইচ গেট নির্মাণ করা সময়ের দাবী এবং শ্লুইচ গেট নির্মান করলে এ সমস্যার দীর্ঘ মেয়াদী সমাধান হবে।