বিনোদন

সাতক্ষীরায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

By Daily Satkhira

February 19, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও বাসন্তী উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ‘বাঘে ধুরা মানুষ’ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। সেই থেকে শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অঙ্গনকে তাদের কর্মকা- দিয়ে উজ্জীবিত করে রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, অনুষ্ঠানের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ, মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সব শেষে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শামীম পারভেজের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ করা হয় বাঘে ধুরা মানুষ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, এনডিসি মো. আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ডেইলি সাতক্ষীরার সহ-সম্পাদক জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ নুরুল হক, জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, নাসরিন খান লিপি, কণ্ঠশিল্পী শামীমা পারভীন রতœা, আবু আফফান রোজ বাবু, মুনজুরুল হক, হেনরী সরদারসহ প্রশাসনিক কর্মকর্তা ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য এবং অসংখ্য সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।