সাতক্ষীরা

ডিবি গার্লস হাইস্কুলের ভবনের নির্মাণ কাজ’র উদ্বোধন

By daily satkhira

March 31, 2019

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের সম্প্রসারণের কাজ উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটির নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ২কোটি ৭৫ লক্ষ টাকা। রবিবার (৩১ মার্চ) সকালে একতলা একাডেমিক ভবনের নির্মাণে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, সাংবাদিক শাহাদৎ হোসেন বাবু, সমাজ সেবক নূর আহম্মদ, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম,হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুন কুমার মণ্ডল,মৃনাল কুমার বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজর উদ্দিন সরদারসহ গুণীজন। এর আগে ২০১১-১২ অর্থ বছরে ভবনটির একতলার নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর চলতি অর্থ বছরে ভবনটির চারতলার নির্মাণ কাজ শুরু হয়েছে।