শ্যামনগর

নুরনগরে সরকারি গাছ কর্তন

By daily satkhira

March 31, 2019

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের দুরমুজখালী উত্তর পাড়া রাস্তার পাশের গাছ কর্তন করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায় অত্র এলাকার কয়েক জন মিলে সরকারি গাছ কেটে নিয়েছে এবং কয়েকটি গাছ কাটা চলছিল। এসময় সাংবাদিকের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে গা ঢাকা দেয় তারা। খোঁজখবর নিয়ে দেখা যায় অত্র এলাকার ফজের আলী সরদারের ছেলে প্রবাসী কবির সরদারের পরিবারের সদস্যরা কয়েকটি সরকারী গাছ কেটে নিয়েছে এবং নুর আলী সরদারের ছেলে ছবিলার সরদার একাধিক গাছ কেটে নিয়ে গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে রেখেছে। সরকারি গাছ কাটার বিষয় তাদের কাছে জানতে চাইলে তারা বলে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমানকে জানিয়ে কেটেছি। তাৎক্ষনিক সাংবাদিকরা মোবাইল ফোনে উক্ত ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আমি তাদেরকে কোন প্রকার গাছ কাটতে বলিনি। আপনারা আপনাদের কাজ করেন আমিও তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনিক ব্যাবস্থা গ্রহন করবো। বিষয়টি নিয়ে স্থানিয় ভুমি অফিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর সাথে কথা বললে তিনি বলেন আমরা ঘটনা স্থলে গিয়েছিলাম গাছের বড় সাইজের গুড়ি গুলো সরিয়ে ফেলেছে তারা, আমরা গুড়ি গুলো উদ্ধারের চেষ্টা করছি এবং গাছ কর্তণকারীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করবো। এমতাবস্থায় অত্র এলাকায় জরুরি ভাবে কাছ কর্তন বন্ধে ব্যাবস্থা গ্রহন করার প্রয়োজন বলে মনে করছেন এলাকার সচেতন মহল।