খুলনা

খুলনায় উপজেলা নির্বাচনে ‘বিদ্রোহীদের’ জয়জয়কার

By Daily Satkhira

April 01, 2019

খুলনার খবর: খুলনা জেলার ছয় উপজেলা পরিষদে গতকাল রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নেতারা। আর বাকি দুটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা।

খুলনার নয়টি উপজেলার মধ্যে আগেই দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। আর একটি উপজেলার ভোট স্থগিত রয়েছে।

গতকাল রোববার দিনভর ভোট শেষে রাতে বেসরকারি ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ফল অনুসারে, নৌকা প্রতীক নিয়ে বিজয়ীরা হলেন রূপসা উপজেলার কামাল উদ্দিন বাদশা এবং পাইকগাছা উপজেলায় গাজী মোহাম্মদ আলী।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তেরখাদা উপজেলায় মো. শহীদুল ইসলাম, কয়রা উপজেলায় এস এম শফিকুল ইসলাম, দাকোপ উপজেলায় মুনসুর আলী খান এবং দীঘলিয়া উপজেলায় শেখ মারুফুল ইসলাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন ফুলতলা উপজেলায় শেখ আকরাম হোসেন এবং বটিয়াঘাটা উপজেলায় আশরাফুল ইসলাম।

আর ডুমুরিয়া উপজেলায় নৌকা প্রতীকের দুজন দাবিদার হওয়ায় রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সেখানে ১০ এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিত করেছেন।