পলাশ দেবনাথ নুরনগর : সোমবার শ্যামনগর উপজেলার নুরনগর বাজারে অজেদ আলী নামে এক ভুয়া কবিরাজকে পিটিয়েছে জনগন। জানা যায় বিগত কয়েক মাস ধরে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের কবিরাজ নামধারী অজেদ আলী নুরনগর বাজারে মজমা বসিয়ে মানব দেহের সকল রোগের চিকিৎসা করে আসছিল। তার চিকিৎসার তালিকা মতে পাইলস,জুখা,অশ্বের নালীঘা, দাদ একজিমা, কোনুকো,গ্যাষ্টিক সহ হাজারও রোগের চিকিৎসার ১৮বছরের অভিজ্ঞতা দিয়ে চিকিৎসা করে আসছে বলে দাবি তার। যথারিতি সে সোমবার সকাল ১১টার দিকে নুরনগর বাজারের দূর্গা মন্দির সংলগ্ন এলাকায় মজমা বসায় এবং লোক জড় করার জন্য বিভিন্ন বক্তব্য পেশ করতে থাকে এক পর্যায় অজেদ আলী বলে (ধর্মীয় গ্রন্থ ভুয়া হতে পারে,ডাক্তার ভুয়া হতে পারে কিন্ত অজেদ আলির কবিরাজি গাছ ভুয়া হতে পারে না)। এই কথা শোনার পর জনগন ক্ষিপ্ত হয়ে অজেদ আলীকে গনধোলাই দেয়। এবং তার কবিরাজি মাল পত্র বিনষ্ট করে দেয়। পরে স্থানীয় কয়েক জন গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনা স্থলে হাজির হয়ে কবিরাজ অজেদ আলীকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। এসময় ক্ষিপ্ত জনগন তাকে নুরনগরে কবিরাজি করতে নিষেধ করে দেয়।