বিনোদন

পহেলা বৈশাখে আসছে সোহাগের “কেনো বাসলা ভালো”

By daily satkhira

April 01, 2019

তরিকুল ইসলাম লাভলু : সঙ্গীতশিল্প সোহাগ ‘ও কন্যা’ ‘কন্যা মন দিলানা’, ‘লাল শাড়ী পরিয়া’ সহ প্রভৃতি জনপ্রিয় গানের মাধ্যমেই দেশজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিলেন। অডিও সিডির যুগে বাজারে সাড়া তোলা সোহাগ বর্তমানে মূলত ষ্টেজ শো নিয়েই ব্যস্ত আছেন। নিয়মিত দেশে এবং দেশের বাইরে অনুষ্ঠান করছেন। সোহাগ ভক্তদের জন্যে সুখবর হলো, জনপ্রিয় এই শিল্পী পহেলা বৈশাখে ‘কেনো বাসলা ভালো’ শিরোনামের একটি গান নিয়ে আসছেন। গানটি লিখেছেন এন আই বুলবুল। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সোহাগ নিজেই।এ প্রসঙ্গে সোহাগ বলেন, “আমি আবারও নতুন করে গানে ফিরছি। শ্রোতারা বরাবরই আমার কাছে ভালো কিছু প্রত্যাশা করেন। একারণেই সস্তা গানের কথায় নিজেকে কখনো ভাসিয়ে দেইনি। এই সময়টায় ইউটিউব চ্যানেলগুলোয় শ্রোতাদের জন্যে ভালো গান নেই বললেই চলে। এ বিষয়ে শিল্পীদের এগিয়ে আসতে হবে ভালো গান করার মানসিকতা নিয়ে। একারণেই সিদ্ধান্ত নিয়েছি, আমি নিয়মিতভাবেই ভালো গান উপহার দেবো আমার শ্রোতাদের”।উল্লেখ্য, সোহাগের প্রায় ৪৮টি সলো এ্যালবাম এবং ১০টি মিক্সড এ্যালবাম সহ মোট প্রায় ৭০০ মুক্তিপ্রাপ্ত গান রয়েছে।