জাতীয়

এরশাদকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে : রওশন

By Daily Satkhira

April 02, 2019

দেশের খবর: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপ-নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবাষির্কীর সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এরশাদকে দক্ষিণ এশিয়ার উন্নয়নের শ্রেষ্ঠ রূপকার উল্লেখ করে রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টিতে কোনো দ্বিধা-বিভক্তি নেই। পার্টির সবাই এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তবে পল্লীবন্ধুর নামে রাজনৈতিক মামলা রয়েছে।

আগামী দিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে দলকে আরও শক্তিশালী করতে জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দকে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির উপ-নেতা রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আর দেশের মানুষের কাছে স্বাধীনতার প্রকৃত স্বাদ তুলে দিয়েছেন এরশাদ।

সাম্প্রতিক সময়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, সরকারকেই আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।