শিক্ষা

রসুলপুর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

By Daily Satkhira

February 20, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালবাসতেন। তাই তারই সুযোগ্য কন্যা শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধূলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের উপদেষ্টা কাজী আব্দুস সালাম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর, মিজানুর রহমান খান, সিরাজ উদ্দিন খান, মিসেস জুলফিযা খানম জলি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ নেতা হাসান হাদী, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, টেনিস খেলোয়াড় মিরু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, বেলায়েত হোসেনসহ রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শায়লা শারমিন লিজা।