দেশের খবর: পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহম্মদকে এন্টি টেররিজম ইউনিট ঢাকায় বদলি করা হয়েছে। ঢাকায় এন্টি টেররিজম ইউনিটে কর্মরত খন্দকার লুৎফুল কবিরকে খুলনা মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেনকে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরে। পুলিশ সদর দপ্তরে থাকা মো. হুমায়ুন করিবকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার করে পাঠানো হয়েছে। ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. শাহাবুদ্দিন খানকে পাঠানো হয়েছে বরিশাল মহানগর পুলিশ কমিশনার করে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে থাকা মো. আনোয়ার হোসেনকে গাজীপুরের পুলিশ কমিশনার করে পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে থাকা খন্দকার মহিদ উদ্দিনকে খুলনা রেঞ্জের ডিআইজি করে পাঠানো হয়েছে।