সাতক্ষীরা

সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়ের ঘোষণা সাতক্ষীরা কেমিস্টস সমিতির

By daily satkhira

April 04, 2019

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কেন্দ্র পরিচালনা পরিষদের সংবর্ধনা, কেমিস্টস সমাবেশ, বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোজাফফার গার্ডেনে সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্র পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ সাদিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ যথাক্রমে কাজী মফিজুল ইসলাম, ময়নুল হক চৌধুরী, সমীরকান্তি সিকদার, মোজাম্মেল হক, মনির আহমেদ, শাহাদাৎ হোসেন, মারুফ এলাহী, এনায়েত উল্লাহ নাজমুল হোসেন, রফিকুল আলম টুকু প্রমুখ। এ সময় সমিতির সকল উপজেলা সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতির জেলা সহ-সভাপতি কওছার আলী সঞ্চলনায় বক্তরা সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি, মেয়াদ উত্তীর্ণ, ভেজাল ও নিুমানের ঔষধ বিক্রয় বন্ধ করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।