আশাশুনি

আশাশুনির মাদক স¤্রাট বারীক গাজী আবারও বেপরোয়া

By daily satkhira

April 04, 2019

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের মাদক স¤্রাট বারিক গাজী আবারও রেপরোয়া হয়ে উঠেছে। সে একই এলাকার ফজলে গাজীর পুত্র। মাদক মামলায় দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি বাড়ি ফিরেছে বারিক। বাড়ি ফিরেই আবারো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে পুরো দমে। এলাকায় প্রতিদিন গাজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকের আসর বসিয়ে উঠতি বয়সের যুবকদের ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানাগেছে, বহু অপকর্মের হোতা বারীক গাজী এলাকায় ও মাদক ব্যবসায়ী মহলে মাদক স¤্রাট নামে পরিচিত। বারীক গাজী আশাশুনি থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে গত ২০১৮সালের ৫নভেম্বর ৮০পিছ ইয়াবাসহ আশাশুনি থানা পুলিশের কাছে গ্রেফতারসহ কয়েকবার মাদক দ্রব্যসহ হাতে নাতে ধরা পড়ে হাজতবাস করে সে। এব্যাপারে আশাশুনি থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১(১১)১৮। বর্তমানে পাইকগাছা উপজেলা, সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলার কয়েকটি ইউনিয়ন থেকে সন্ধ্যার পরে খরিয়াটি গ্রামে বারীক গাজীর বাড়ীর পার্শ্ববতী বাগানে রমরমা মাদকের আসরে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা মেলে। খরিয়াটি গ্রামের স্থানীয়রা জানান, ঘনবসতী এলাকায় মাদক ব্যবসা চালানোর কারণে তাদের স্কুল পড়–য়া সন্তানরা যুব সমাজ ধ্বংসকারী মাদকে ঝুঁকে পড়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে মাদক ব্যবসা বন্ধে অনুরোধ জানালেও তাকে কর্ণপাত করেনি বারীক গাজী। এমতাবস্থায় যুব সমাজকে বারীক গাজীর মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে জেলা পুলিশ সুপার (বিপিএম সেবা) মোঃ সাজ্জাদুর রহমানের আশুহস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।