শ্যামনগর প্রতিনিধি : দৃষ্টিনন্দন দারিদ্র্যকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার শংকরকাটি বাজার চত্বরে ২০১৮ সালের পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টিনন্দন দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি গোবিন্দপুর কলেজের ইতিহাস বিভাগের সহ-অধ্যাপক আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, সমাজ সেবক মাস্টার সওকাত আলী, জয়নগর মাদ্রাসার মুফতি ফজলুল হক, সমাজ সেবক আলহাজ্ব মু্জিবুর রহমান, আওয়ামীলীগনেতা গাজী আনোয়ার হোসেন মিন্টু, ঢাকা মেগা সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান সায়দুল ইসলাম, শংকরকাটি দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আক্তারুজ্জামান, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক দৈনিক পত্রদূত’র কাশিমাড়ী প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ। এসময় এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ৮৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও পুরুস্কার তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী ও প্রবীর কুমার রপ্তান।