আন্তর্জাতিক

মার্কিন সেনাদেরও সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘোষণা ইরানের

By Daily Satkhira

April 07, 2019

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকেও সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির এক এমপি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ইসলামিক রিভ্যলুনারি গার্ডস কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়, তাহলে তেহরানও পাল্টা পদক্ষেপ নেবে।

এর আগে মার্কিন তিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবারের মধ্যে ইরানের ওই এলিট ফোর্সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এ খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এমন প্রতিক্রিয়া জানালেন ইরানের এমপি হাশমতুল্লাহ ফালাহতপিশেহ। তিনি দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান।

তিনি বলেন, ‘রিভ্যলুশনারি গার্ডসকে যদি আমেরিকা সন্ত্রাসী তালিকাভুক্ত করে, আমরাও দেশটির সেনাবাহিনীকে ইসলামিক স্টেটের (আইএস) পর সন্ত্রাসী কালো তালিকাভুক্ত করব।’ ওয়াশিংটন এই প্রথম অন্য কোনো দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।