জাতীয়

এস কে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৬ মে

By Daily Satkhira

April 07, 2019

দেশের খবর: ঘুষ চাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ দিন ধার্য করেন।

আজ এ মামলার তদন্ত প্রতিবেদনের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় বিচারক তারিখ ধার্য করেন।

এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। এরপর আদালতের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় এস কে সিনহার বিরুদ্ধে তিন কোটি ২৫ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনা হয়।