জাতীয়

২২ বছর পর সেন্টমার্টিনে ভারি অস্ত্রসহ বিজিবি মোতায়েন

By Daily Satkhira

April 07, 2019

দেশের খবর: দীর্ঘ ২২ বছরর পর কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নিরাপত্তায় ভারি অস্ত্রসহ আবারো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার দুপুর থেকে অস্ত্রসহ বিজিবি মোতায়েনের খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় এ বাহিনী মোতায়েন ছিল। পরে কোস্ট গার্ডকে এই দায়িত্ব দেওয়া হয়।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন ছিল। কিন্তু এরপর কোস্ট গার্ডকে দায়িত্ব দেয়া হয়।

‘‘রোববার থেকে সেন্টমার্টিনের নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় বিজিবির যতজন সদস্য দরকার সেই কজন মোতায়েন থাকবে। এটি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা এবং দায়িত্বের অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।’’

তিনি বলেন, বিজিবি সদস্যরা নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ ও সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবে।