খেলা

মাঠে নেমেই উজ্জ্বল মুস্তাফিজ

By Daily Satkhira

April 09, 2019

খেলার খবর: ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পরে দলের সঙ্গে দেশে ফিরে আসেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানও। সেই ট্রমা ভুলতে ছিলেন বিশ্রামে। ছুটি কাটাচ্ছিলেন সাতক্ষীরায় নিজ বাড়িতে। এরমধ্যে সেরে ফেলেছেন বিয়ের কাজও। এরপর সোমবার ডিপিএলে মাঠে ফেরেন বাংলাদেশ দলের কাটার মাস্টার। ফিরেই দারুণ বল করেছেন তিনি। তবে হেরে গেছে তার দল। সোমবার সবদলই জিতেছে বৃষ্টি আইনে।

এদিন শুরুতে ব্যাট করে মুস্তাফিজের দল শাইনপুকুর ৯ উইকেটে মাত্র ১৭৭ রান করে। ছোট লক্ষ্য নিয়ে প্রতিপক্ষ গাজী গ্রুপকে আঘাত করার কাজটা করে যাচ্ছিলেন ফিজ। ১০৪ রানের তাদের চার উইকেট তুলে নেয় শাইনপুকুর। এরমধ্যে ৬.৫ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন ফিজ। পরে বৃষ্টি নামলে গাজী গ্রুপকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

দিনের অন্য ম্যাচে মোহামেডান ২৯৬ রান তোলে প্রাইম ব্যাংকের বিপক্ষে। জবাবে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক বৃষ্টির আগেই প্রায় হেরে বসে। তারা ১৫০ রানের হারায় ৯ উইকেট। পরে মোহামেডানকে ১৩৩ রানে বৃষ্টি আইনে জয়ী ঘোষণা করা হয়। মোহামেডানের হয়ে রাকিবুল হাসান করেন ১০২ রান।

বৃষ্টি আইনে খেলাঘর ১২ রানে জিতেছে ব্রার্দাস ইউনিয়নের বিপক্ষে। প্রথমে ব্যাট করে ব্রার্দাস ২৬৭ রান তোলে। পরে খেলাঘর ১ উইকেট হারিয়ে ৮৪ রান তুলতেই বৃষ্টি নামে। রান তোলার গতি ভালো থাকায় জিতে যায় তারা। ব্রার্দাসের হয়ে এ ম্যাচে সেঞ্চুরি করেন ফজলে মাহমুদ।