খেলার খবর: ২০২০ সালের আসরটি বদলে দিতে চলেছে কোপা আমেরিকার ইতিহাসকেই। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, এই দুই ভাগে ভাগ করে নতুন যুগে পা ফেলতে চলেছে শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্টটি। স্বাগতিক করা হয়েছে দুই দেশকে। এক ভাগের দায়িত্ব পড়েছে আর্জেন্টিনার হাতে। আরেক অঞ্চলের স্বাগতিক হবে কলম্বিয়া।
মঙ্গলবার সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দুই ভাগে ভাগ করে দেয়া হয় ২০২০ কোপার আয়োজনকে। দক্ষিণাঞ্চলে খেলবে মোট ছয় দল। স্বাগতিক আর্জেন্টিনাসহ এভাগে আছে চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া এবং একটি আমন্ত্রিত অতিথি দেশ।
উত্তরাঞ্চলের স্বাগতিক কলম্বিয়া। এভাগেও খেলবে মোট ছয় দল। বাকি দেশগুলো হল ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু এবং আরেকটি অতিথি দেশ।
প্রতি গ্রুপে ছয়টি দল একে অপরের মুখোমুখি হবে। সেরা চারটি করে দল টিকিট পাবে কোয়ার্টার ফাইনালের। সেখান থেকেই শুরু হবে নক-আউট পর্ব।