সাতক্ষীরা

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় এক ভুয়া মেজর গ্রেপ্তার

By Daily Satkhira

February 21, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরায় চাঁদাবাজির একটি মামলায় এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম আমিনুল ইসলাম মন্টু। সে মাহমুদপুর গ্রামের মতি সানার ছেলে। তার বিরুদ্ধে একই গ্রামের প্রশান্ত কুমার দাস নামের এক ব্যক্তি সাতক্ষীরা সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা নং-৩৮, তারিখ-১৯-০২-১৭। এই মামলার তদন্ত কর্মকর্তা ও সাতক্ষীরা সদর থানার এস, আই পাইক দেলোয়ার জানান, গত ১৯ ফেব্রুয়ারি রোববার মাহমুদপুর গ্রামের প্রশান্ত কুমার দাস একই এলাকার আমিনুল ইসলাম মন্টুসহ ৫/৬ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজি, মারামারি ও হুমকি ধামকি প্রদানের একটি মামলা দায়ের করেন। এই মামলায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম মন্টু ভুয়া মেজর সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে থাকেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তির নিঃশ^াস ফিরে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা আসামি আমিনুল ইসলাম মন্টুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।