নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার জনপ্রিয় পাঠক নন্দিত পত্রিকা চিন্তাশীল পাঠকের মুখপত্র দৈনিক যুগের বার্তা ১৭ তম বছরে পদার্পন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরের ইটাগাছাস্থ ইয়ামাহা শো-রুমের ৩য় তলায় দৈনিক যুগের বার্তার ষোল বছর পূর্তি এবং ১৭ বছরে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সমাবেশের আলোচনা সভায় দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাসকিন আহম্মেদ চিশতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগের বার্তা’র নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাঞ্চল ও জি টিভির জেলা প্রতিনিধি কামরুল হাসান, সাতক্ষীরা জর্জ কোর্টের এ্যাড. জহুরুল ইসলাম, চীফ রিপোর্টার আমিনুর রশিদ, বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিস। পত্রিকার নিজস্ব প্রতিনিধি ম. জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার এ্যাড. এ.বি.এম. সেলিম,স্টাফ রিপোর্টার প্রভাষক রেজাউল ইসলাম,আব্দুল্লাহ-আল-মামুন, কলারোয়া প্রতিনিধি দীপক শেষ্ঠ, দেবহাটা প্রতিনিধি আর.কে বাপ্পা, কালিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান শিমুল, শ্যামনগর প্রতিনিধি আনিসুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান মহাসিন, পাটকেলঘাটা প্রতিনিধি সৈয়দ মাসুদ রানা,সিনিয়র ফটো সাংবাদিক অহেদুজ্জামান বন্দে, বিশেষ প্রতিনিধি,তালা এম এ ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক যুগের বার্তা পরিবারের সদস্য কুদরত-ই-খোদা, আবুল কাশেম সাগর, মঈনুল জামান বাচ্চু, আহছান উল্লাহ ও রিকু সুলতান মৃত্যু বরণ করায় তাদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যুগের বার্তা মানুষের মনের কথা বলে, মানব কল্যানে কাজ করে। পত্রিকাটি সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ১৬টি বছর পার করেছে। আগামী দিনে আরো বেশি সমৃদ্ধশীল হয়ে জনগণের মনের আস্থার প্রতীক হিসাবে প্রকাশ পাবে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দৈনিক যুগের বার্তা পত্রিকার নিজস্ব প্রতিনিধি এস.কে হাসান, চীফ কম্পিউটার ইনচার্জ নিরুপম রায় (জয়), তালা প্রতিনিধি এনামুল হক, নিজস্ব প্রতিনিধি মোঃ বাবলুর রহমান, বিশেষ প্রতিনিধি অমিত কুমার ঘোষ, ভ্রাম্যমান প্রতিনিধি এ্যাড. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি মোঃ মাসুম বাবুল, কলারোয়া পৌর প্রতিনিধি মোঃ সুজাউল হক, স্টাফ রিপোর্টার এস.এম. রজব আলী, স্টাফ রিপোর্টার স ম তাজমিনুর রহমান টুটুল, রিপোর্টার মোঃ কামাল উদ্দীন, নূরনগর প্রতিনিধি মোঃ নূরুজ্জামান, মোঃ আশরাফুজ্জামান,শহর প্রতিনিধি মোঃ হারুনার রশীদ, কুলিয়া প্রতিনিধি মোঃ আশরাফুল আলম, নিজস্ব প্রতিনিধি আল্-ইমরান, মোঃ আজাহারুল ইসলাম, ধানদিয়া প্রতিনিধি মোঃ হেলাল উদ্দীন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি মোঃ আজিজুল, স্টাফ রিপোর্টার আজিজুর রহমান জিতু, নিজস্ব প্রতিনিধি বাবলুর রহমান, শহর প্রতিনিধি আজিজুল ইসলাম ইমরান, আয়াতউল্লাহ মুজাহিদ, ফটো সাংবাদিক আমিনুর রহমান ডাবলু,কদমতলা প্রতিনিধি মোঃ আব্দুল মোমিন, মোঃ মনিরুজ্জামান মনির, সাংবাদিক আব্দুল কাদের, ডাঃ ওহিদুল ইসলাম প্রমুখ। চীফ মেশিন অপারেটর বাবুল শেখ, সহকারী সুবহান শেখ, মাসুদ রানা, নাজমূল হাসান।