আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে ৮ জনকে আাটক করা হয়েছে। পৃথক পৃথক অভিযনে বিজন কুমার ও ইব্রাহীম সরদারের কাছ থেকে ২শত গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মোঃ মামুনুর রহমান ও এএসআই মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধহাটা বাজার হতে একশত গ্রাম গাঁজা সহ আসামী খেজুয়ারডাঙ্গা গ্রামের মৃত সুধির কৃষ্ণ রায়ের ছেলে বিজন কুমার রায়কে গ্রেফতার করা হয়। অপরদিকে এসআই শ্যামল মন্ডল ও এএসআই মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় দক্ষিন চাপড়া হতে একশত গ্রাম গাঁজাসহ আসামী চাপড়া গ্রামের গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে মোঃ ইউনুস আলীকে গ্রেফতার করা হয়। পৃথক অাভিযানে এএসআই মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-১৭৬/১৭ (আশাঃ)(ওয়ারেন্ট) মূলে আসামী রায়হান গাজী, এএসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জিআর-২১০/১৭ (শ্যাম) এবং জিআর-১০৫/১৮ মূলে আসামী মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোঃ মোকাদ্দেস হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সিআর-৫৮৯/১৬ (ওয়ারেন্ট) মূলে আসামী মোঃ শরিফুল গাজী, এএসআই তরুন কৃষ্ণ রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সিআর-৩৯/১৮ (পাইক) (ওয়ারেন্ট) মূলে আসামী হুচাইন সরদার, এনজিআর-২৮/১৮ মূলে আসামী মিজান সরদারকে গ্রেফতার করা হয়। চালান মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।