শ্যামনগর

নুরনগরে স্কুল ভবন নির্মানের নামে অবৈধ বালি উত্তোলন

By daily satkhira

April 16, 2019

পলাশ দেবনাথ নুরনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নুরনগরের দুরমুজখালী ভবানী সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে স্কুলের ভবন নির্মানের নামে অবৈধ ভাবে বালি উত্তোলন চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত বিদ্যালয় সংলগ্ন একটি জলাশয় থেকে অবৈধ ভাবে বালি তুলে প্রায় এক বিঘা নিচু জমি পুরোটাই ভরাট করা হচ্ছে। সরকারি ভাবে বালি উত্তোলন সম্পুর্ন নিষিদ্ধ থাকা সত্বেও উক্ত জমি ভরাটে বালি উত্তোলন বহালতবিয়াতে চালিয়ে যাচ্ছে তারা। বালি উত্তোলন কাজে নিয়জিত বালি উত্তোলন মেশিন মালিক দুরমুজখালী গ্রামের ফজের আলী গাজীর পুত্র আব্দুস সালামের কাছে বালি কার কথা মত তোলা হচ্ছে জানতে চাইলে সে বলে অত্র এলাকার মৃত নির্মল চন্দ্র মন্ডলের পুত্র কৃষ্ণপদ মন্ডল তাকে ভাড়া করে নিয়ে এসেছে। ঐ সময় সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে কিছু সময়ের জন্য বালি উত্তোলন বন্ধ রাখে তারা। এছাড়া সচেতন মহল প্রশ্ন তুলছেন অবৈধ ভাবে জলাশয় থেকে বালি তোলায় প্রশাসন নিবর কেন? জলাশয় থেকে বালি উত্তোলনের কারনে ভুমি ধসের আশংকা প্রকাশ করছে এলাকাবাসি। বালি উত্তোলনের স্থান থেকে ভারত-বাংলাদেশ সিমান্তের কালিন্দী নদী মাত্র কয়েক শত গজ দুরে অবস্থিত হওয়ায় এই নদির বেড়ীবাধ বালি উত্তোলনের কারনে যে কোন সময় ভাঁঙন দেখা দিতে পারে। এলাকাবাসির পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই উক্ত বালি উত্তোলন বন্ধের দাবী জানিয়েছেন। অন্যদিকে সচেতন মহল বলছেন অবৈধ বালি উত্তোলন বন্ধে এই সকল বালি তোলার মেশিন গুলো প্রশাসনিক ভাবে জব্দ করলে কিছুটা হলেও মাটির নিচ থেকে বালি তোলা বন্ধ হবে বলে মনে করেন তারা। এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসি।