দেবহাটা

দেবহাটায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’র উদ্বোধন

By daily satkhira

April 16, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপির ইনহেল্ডার প্রকল্পের সহযোগীতায় “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানটি বিটিভির মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। পরে উপজেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ অনন্যা রানী. ডেন্টাল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হুসাইন, মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান খাঁন, মেডিকেল অফিসার শেখ তানভির হোসেন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই মুনিরুল ইসলাম, সখিপুর ইউনিয়নর আঃলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতি ডাঃ আব্দুল লতিফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৪ জন ডাক্তার যোগদান করেছেন উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে বদ্ধপরিকর। আর সেই আলোকেই মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তারা কাজ করছেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা মানুষের অধিকার, আর তাই সেলক্ষ্যে কাজ করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়া উপজেলায় ১৬ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে ডাঃ আব্দুল লতিফ জানান।