শিক্ষা

শ্যামনগরে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

By Daily Satkhira

April 17, 2019

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগর নকিপুর হরিচরন সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে শ্যামনগর থানায় নিজে বাদী হয়ে এ মামলাটি দায়ের করে ওই স্কুল ছাত্রী। মামলা নং-১৬। তারিখ-১৭-০৪-২০১৯।

শিক্ষক হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের এছাহাক মল্লিকের ছেলে ও নকিপুর হরিচরন সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, গত ১৫ এপ্রিল শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরন সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান দুপুর সাড়ে ১২ টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ৬ষ্ঠ শ্রেনীর ওই ছাত্রীকে জোর পূর্বক গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে। বিষয়টি ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানানোর পর তারা তাদের স্বজনদের সাথে বিষটি নিয়ে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এরপর আজ বুধবার দুপুরে ওই স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করে।

তিনি আরো জানান, লম্পট ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।