তালা

তালার শালিকা-মুড়াগাছা সড়কের বেহাল দশা

By daily satkhira

April 18, 2019

খেশরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিকা-মুড়াগাছা সড়কের বেহাল দশা। সড়কটি এতই খারাপ হয়ে গেছে যে, প্রায় প্রতিনিয়ত সেখানে ঘটছে সড়ক-দর্ঘটনা। খেশরা ইউনিয়নের প্রাণ কেন্দ্র শালিকা মোড় থেকে মুড়াগাছা গামী সড়কের শালিকা কলেজ পর্যন্ত প্রায় এক কিঃমিঃ ইটের রাস্তাটির বেহাল দশা । সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক পুরনো এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে এর বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তা দিয়ে সাইকেল, ভ্যান, মটরসাইকেল, ইঞ্জিনভ্যান, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচলে মারাত্বক অসুবিধা হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলোয় পানি জমে যাচ্ছে। তখন রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তাটি দিয়ে খেশরা ইউনিয়নের শাহপুর, হরিহরনগর, মুড়াগাছা, দরমুড়াগাছা, কলাগাছি, কুলপোতা গ্রামসহ বিভিন্ন এলাকার জনগন সর্বদা তালা সদর ,সাতক্ষীরা সদর, খুলনা মহানগর, পাটকেলঘাটা বাজার, ইসলামকাটি রেজিস্ট্রী অফিস, কপিলমুনি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে। এছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকার শত-শত ছাত্র-ছাত্রী শালিকা কলেজে যাতায়াত করে। রাস্তাটি অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় জনসাধারণ প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়নের শাহপুর গ্রামের একজন ভ্যানচালক মনি খাঁ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,“এই রাস্তা দিয়ে সব সময় আমি ভাড়া বহন করি। আজ সকালবেলা এই রাস্তা দিয়ে ধানের বস্তা নিয়ে যাওয়ার সময় আমার ভ্যান উল্টে গিয়ে অকেজো হয়ে গেছে। প্রতিদিন এ সড়কের এধরনের ছোট বড় দূর্ঘটনা ঘটছেই।” কলেজ একজন ছাত্র মোঃ ইকবাল হোসেন বলেন, আমি এবং আমার অনেক বন্ধুরা প্রতিদিন শাহজাতপুর থেকে এই রাস্তা দিয়ে শালিকা কলেজে আসি। বৃষ্টি হলেই ওই রাস্তা দিয়ে কলেজে যাওয়ার মত অবস্থা থাকে না। রাস্তাটির বেহাল দশার কারনে এই এলাকার ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আতাউর রহমান নামে একজন মুদি ব্যবসায়ী বলেন, “আমাকে প্রায় প্রতিদিনই এই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গা থেকে দোকানের মাল নিয়ে আসতে হয়। রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় , ক্যারিং খরচও বেশি হয়। কয়েকবার দুর্ঘটনা ঘটে মাল-পত্র নষ্ট গেছে। এ ব্যাপারে তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম এর কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তাটির বাজেট এখনও হয়নি। এমতাবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কারসহ পাকা করনের জন্য স্থানীয় সাংসদের নিকট আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।