কালিগঞ্জ ব্যুরো: সম্প্রতি কালিগঞ্জ কলেজ ক্যাম্পাসে বহিরাগত উশৃংঙ্খল যুবকদের আনাগোনা, গোলযোগ সৃষ্টি, লেখাপড়ার গুণগতমান উন্নয়ন, আইনশৃঙ্খলার অবনতিসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজ অধ্যক্ষ জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অধ্যক্ষের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য আবু হাবিব, কালিগঞ্জ কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম মইনুদ্দীন, বাংলা বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম প্রমুখ। এসময় বক্তব্যরা বলেন, কালিগঞ্জ ডিগ্রী কলেজে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজে লেখাপড়া করে অনেকে মন্ত্রী এমপি হয়েছে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে আইনশৃংঙ্খলার অবনতির বিষয়টি খুবই দুঃখজনক। বহিরাগতরা যে দলের হোক না কেন তাদের আমরা ছাড় দেবনা। আইনের আওতায় নিয়ে আসব। কলেজ চলাকালিন সময় ক্যাম্পাসে ঢুকে কেউ বিশৃংঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের ধরে আইনের আওতায় সোপর্দ করা হবে। যারা কলেজের শিক্ষার পরিবেশ নষ্ঠ করবে, শিক্ষকদের অসম্মান করবে তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষদের সাহসি ভূমিকা রাখার আহবান জানান।