রাজনীতি

সাতক্ষীরায় কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

By daily satkhira

April 19, 2019

নিজস্ব প্রতিবেদক : কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ সামছুজ্জামান জুয়েলের সভাপতিত্বে শহরের কাটিয়াস্থ কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে ১৯ শে এপ্রিল বিকাল ৪টায় পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠান কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে শুরু হয়। পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আনারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পুনঃনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাধারা বাংলাদেশের কৃষকের উন্নয়ন করা। তিনি বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব ঘটাতে কৃষকলীগের নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নওশের আলী, যুগ্ম সম্পাদক ইউপি মেম্বর মোঃ রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের সহ-সভাপতি মাস্টার আব্দুল খালেক, আইন বিষয়ক সম্পাদক এড. রঘুনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ^াস, কৃষি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ খোকন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আব্দুল হামিদ হামে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আব্দুল জব্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সৈয়দ সাঈর উদ্দিন, আবুল খায়ের, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক মোঃ বাবলুর রহমান। উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল বারি,৯নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাসান(জুয়েল), ৮নং সভাপতি মোঃ আফছার আলী, ৫নং সভাপতি কাজী তাহমিদ হাসান, সাধারণ সম্পাদক ডাঃ রুহুল আমিন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রুহুল আমিন, ৬নং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ২নং সভাপতি মাহমুদ আলী লস্কর, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম,৭নং সভাপতি মোঃ আব্দুল আজিজসহ, জেলা, পৌর সদর উপজেলা, পৌর ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে কৃষকলীগের নেতা কর্মিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।