সাতক্ষীরা

‘অবেলার চিঠি’ কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা

By Daily Satkhira

April 20, 2019

জি.এম আবুল হোসাইন : অবেলার চিঠি কাব্যগ্রন্থের দ্বিতীয় প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সাতক্ষীরা ইন্ডিয়ান মাসালা’য় কবি, নাট্যকার বিশ্বজিৎ ঘোষের আহবানে ড. গোপাল চন্দ্র সরদারের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক  ব্যক্তিত্ব খায়রুল বাসার, কবি শুভ্র আহমেদ, ঘাসফুলের সম্পাদক অনুপম ইসলাম, কবি ও নাট্যকার ডা. মো. সামছুজ্জামান, এলিজা খাতুন, মন্ময় মনির, আবুল হোসাইন প্রমুখ।

কবি শাহারিয়ার হাসানের ‘হিমাদ্রী বসু’ ছদ্মনামে তার প্রথম কাব্যগ্রন্থ অবেলার চিঠি গত ২১শে বইমেলা ঢাকায় প্রথম প্রকাশিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরায় হিমাদ্রী বসুর দ্বিতীয় প্রকাশনা উৎসব উপলক্ষে আহবায়ক কমিটি করা হয়। আগামি ১৪জুন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন উপলক্ষে উক্ত আহবায়ক কমিটি করা হয়। প্রকাশনা উৎসবকে ঘিরে প্রফেসর নিমাই মন্ডলকে আহবায়ক, স.ম তুহিনকে যুগ্ন আহবায়ক, সৌহার্দ সিরাজকে সচিব ও বিশ্বজিৎ ঘোষকে যুগ্ম সচিব করা হয়।