জাতীয়

ব্রয়লার মুরগির মাংস খেয়ে হাসপাতালে একই পরিবারের ৭ জন

By daily satkhira

April 20, 2019

দেশের খবর: ব্রয়লার মুরগির মাংস খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।অসুস্থ ৭ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন, কেসমত আলী সেখ (৫০), তার স্ত্রী জুলেখা বেগম (৪৫), মেয়ে নারগিস (২০) ও সালেহা (৩০), ছেলে জিহাদ সেখ (১০), জামাতা মিন্টু (৩০), নাতি তাহা (৫), কেয়া (৭) ও সাথি (৮)।

হাসপাতালে ভর্তি পরিবারের কর্তা কেসমত আলী সেখ জানান, বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের মুরগি বাজারের একটি দোকান থেকে একটি ব্রয়লার মুরগি কিনে বাড়ি নিয়ে রাতে পরিবারের সবাই মিলে খান। মাংস খাওয়ার পরই তাদের জ্বর, বমি ও ডায়রিয়া শুরু হয়। শুক্রবার সারাদিন শেষে সবাই বেশ অসুস্থ হয়ে পড়ি। রাতেই আমাদের সদর হাসপাতালে নিয়ে আসা হয়।রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল আজম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তারা।