আশাশুনি

আশাশুনিতে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

By daily satkhira

April 20, 2019

বিএম আলাউদ্দীন: আশাশুনিতে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরদার বাড়ি ফুটবল খেলা মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়। গোয়ালডাঙ্গা ক্যাপ্টেন উজির আলী স্মৃতি স্মরণে ও যুব কমিটির আয়োজনে। আল মাহামুদ হোসেন টিক্কার পরিচালনায়, আব্দুর রশিদ সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য প্রচার সম্পাদক বাবু জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও অঃ প্রাঃ প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, গোয়ালডাঙ্গা আল-আমিন যুব সংঘের সভাপতি ও সাংবাদিক এস এম শরীফ, যুবলীগ নেতা ও সাংবাদিক বিএম আলাউদ্দীন, আ”লীগ নেতা সমীরণ মন্ডল, জুলফিকার আলী ভুট্টো, ইউনিয়ন কৃষকলীগের মহিলা সম্পাদিকা হাফিজা খাতুন তমা, ইউনিয়ন মোটর শ্রমিক এর সভাপতি বারেক গাজী, গোয়ালডাঙ্গা বাজার কমিটির সদস্য মুকুল হোসেন জাম্বু সহ এলাকার হাজার হাজার ক্রীড়াপ্রিয় দর্শক। উক্ত অনুষ্ঠানে ভালুকা চাঁদপুর ও গোয়ালডাঙ্গা লাঠিয়াল বাহিনীর মধ্যে। মনমুগ্ধকর একক লাঠি, দ্বৈত লাঠি , মাছরাঙ্গা, কাছি টানাটানি, হাড়ি ভাঙ্গা, তৈলাক্ত কলা গাছে উঠা সহ বিভিন্ন গ্রাম্য খেলা বাদ্যযন্ত্রের তালে তালে অনুষ্ঠিত হয়।