সাতক্ষীরা

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল’র উদ্বোধন

By daily satkhira

April 20, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সমূহের মধ্যে ধারাবাহিক সাফল্যে প্রথম স্থান অধিকার কৃত প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বছর ব্যাপি গৃহিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মিড ডে মিল কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক অধ্যায়নের মধ্যে সিমাবদ্ধ থাকলে হবেনা। পাঠ্য বইয়ের বাইরে ও পড়াশুনা করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা লাভ করতে হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের গুনগত মান পরিবর্তনের জন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে‘মিড ডে মিল’কর্মসূচি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসেবে থাকবে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেএ বিদ্যালয়কে মডেল হিসেবে দেখাতে পারি। শিক্ষার গুণগত মান উন্নয়নে আগামী দিনে নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় জেলার উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আমিনুর রহমান উল্লাস। সার্বিক তত্বাবধায়ন করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক মাধ্যমিক (১) মোঃ আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল-মামুন,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, প্রভাষক শফিকুর রহমান পরাগ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রিচি এবং জবা। উল্লেখ্য বিদ্যালয়টি এ বছর প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পন করেছে এবং সাতক্ষীরা জেলার সকল বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সমূহের মধ্যে সাফল্যে অন্যতম অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বিদ্যালয়টি ২০১৮ সালের জেএসসি পরিক্ষায় জেলার প্রথম স্থান অধিকারকরে । বিগত ২০১৬,২০১৭ সালেও জেএসসি এবং এসএসসি পরিক্ষায় সদর উপজেলার প্রথম স্থান অধিকার করে।