সাতক্ষীরা

প্রাণকেন্দ্রের সাধারণ সভায় প্রাণের ঊচ্ছাস

By daily satkhira

April 20, 2019

নিজস্ব প্রতিবেদক : সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্র’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল চারটায় প্রাণকেন্দ্র’র সংগঠক সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রাণকেন্দ্র’র সংগঠক শেখ আবু সালেক চাঁদ। সভায় অর্ধশতাধিক ডেলিগেট তাদের মতামত ব্যক্ত করেন। সাধারণ সভায় প্রদানকৃত সাংগঠনিক রিপোর্টের উপর আলোচনা করেন সাংবাদিক আমিনা বিলকিস ময়না, তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, শিক্ষকনেতা গাজী মোমিন উদ্দীন, প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, প্রভাষক শেখ নাসির আহমদ, কবি ইলোরা আরবী, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ফয়সাল, মকবুল হোসেন, ডা: আলী হোসেন, পল্লব মজুমদার, মাসুদ পারভেজ, রোভার রাব্বী আহমেদ, পারভেজ ইমাম, জাহিদা জাহান মৌ, শিশু সাংবাদিক মৌরিয়া মোস্তফা, অগ্রঃ (বিসর্গ), মালিহা সিনথিয়া প্রমুখ। সভার শুরুতে প্রাণকেন্দ্র’র সংগঠক আমিনা বিলকিস ময়না’র মা মাসুরা বেগম, ভাই আব্দুল জলিল, প্রভাষক শেখ নাসির আহমদের মা মোছা: মর্জিনা বেগম, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের ভাইপো অনীক আজিজ, জাহিদা জাহান মৌ’র বাবা শেখ আজিজুর রহমান, পল্লব মজুমদারের কাকা অনাথ বন্ধু মজুমদার ও ঠাম্মা মায়া রাণী মজুমদার, সিকান্দার আবু জাফরের বাবা শাহজাহান আলী মিয়ারাজ আলী মিজু’র চাচা শেখ শহিদুল ইসলাম, শিশু চলচ্চিত্রকর্মী সাম্য, উন্নয়নকর্মী শেখ হাসানুজ্জামান, নাট্যকর্মী আল মামুনের মৃত্যুতে শোক প্রস্তাব ঘোষণা করা হয়।