নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ দুই স্কুল ছাত্রীকে পাচারকারীদের কবল থেকে উদ্ধারসহ তিন পাচারকারীকে আটক করেছে। রবিবার রাতে শ্যামনগর বাস টার্মিনাল এলাকা থেকে দুই ছাত্রীকে উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করা হয়। আটক তিন পাচারকারীরা হলেন, উপজেলার নাপিতখালি গ্রামের রুহুল আমীন গাইনের ছেলে আমিনুর রহমান, হযরত গাজীর ছেলে শাহাদত গাজী ও তার বোন করুনা বেগম। ঘটনার শিকার দুই শিক্ষার্থী উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালি গ্রামের খোকার মেয়ে ও চাদনীমুখা পিজে আলিম মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী রিফুজা আক্তার (১৩) ও একই গ্রামের কুবাত আলীর মেয়ে ও নাপিতখালী প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতানা (১২)। মাদরাসা ছাত্রী রিফুজা আক্তারের মা মাফুজা জানান, রিফুজা বাড়ির মোবাইল নম্বরে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে, ওরা আমাকে বিক্রি করে দিচ্ছে। তোমরা আমাকে বাঁচাও। এরপর তার কাছ থেকে ফোন কেড়ে নেয়। আর যোগাযোগ করতে পারিনি। ফুসলিয়ে তাদেরকে বাড়ি থেকে নিয়ে যায় করুনা বেগম। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার এসআই মোস্তফা বলেন, দুই ছাত্রীকে পাচার করা হচ্ছে এমন ঘটনা জানার পর তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। অবশেষে রোববার রাতে পাচারের উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করার সময় বাস টার্মিনাল এলাকা থেকে তিন পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ওই দুই ছাত্রীকে। এদিকে ভুক্তভোগী দুই শিক্ষার্থী রোববার ম্যাজিস্ট্রেট এর কাছে জবানবন্দি প্রদান করেন। এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ওসি হাবিল হোসেন বলেন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।