পলাশ দেবনাথ নুরনগর : কালিগঞ্জ উপজেলার রতনপুরের দুলাবালায় বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত হয়েছে। ঘটনার বিবরনে জানাযায় টুংঙ্গিপুর গ্রামের শ্রী ননী গোপাল মল্লিকের এক মাত্র পুত্র কৌশিক মল্লিক (২২) ডিসের কেবল লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। এলাকাবাসি ও প্রত্যাক্ষদর্শীরা জানায় কদমতলা রোকনের ডিসের কেবল লাইন থেকে সাবলিজ নিয়ে কৌশিক তার নিজ এলাকা সহ কয়েকটি গ্রামের ডিস কেবল লাইন পরিচালনা ও ব্যবসা করে আসছে কয়েক বছর যাবৎ। গত ২১শে এপ্রিল রোজ রবিবার বিকাল ৫টার দিকে দুলাবালা গ্রামের কাদেরের বাড়ির সামনের ডিসের কেবল লাইন মেরামতের জন্য বিদ্যুতের পিলিয়ারে ওঠে কৌশিক এবং ঐ সময় তার সহকারী মই ধরে দাড়িয়ে ছিল, তাকে পাশের বাজারে আঠা টেপ আনতে পাঠায় কৌশিক।এসময় কৌশিক একাই বিদ্যুতের পিলিয়ারে মইয়ের উপর দাড়িয়ে কাজ করছিল হঠাৎ আকর্ষিক ভাবে মই পিছলে যায় এবং সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। স্থানীয় কয়েক জন মিলে মই দিয়ে ধাক্কা দিয়ে তাকে নিচে নামায় এবং তাৎক্ষনিক তার পরিবারের লোকদের খবর দিলে তারা রতনপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ মনিরুল ইসলাম এবং নুরনগর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ আব্দুল গনি কে ডেকে আনে। ঐসময় ডাঃদ্বয় কৌশিককে মৃত ঘোষনা করেন। স্বজনরা এরপরও শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার মৃত্যুর বিষয় নিশ্চিত হন। কৌশিকের লাশ অত্র এলাকার শ্বশানে দাহ কার্য্য সম্পন্ন করা হয়। অন্যদিকে একমাত্র পুত্রকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারীতে এলাকার বাতাস যেন ভারী হয়ে উঠেছে। প্রতিবেশি সহ সকলের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।