সাতক্ষীরা

যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করে তারা ইসলাম ও জাতির শত্রু- জেলা পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম

By Daily Satkhira

February 23, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের মাগুরা এতিমখানা কমপ্লেক্স ঈদগাহ ময়দানে ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাগুরা পশ্চিম পাড়া এতিমখানা কমপ্লেক্স এর সার্বিক ব্যবস্থাপনায় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় মাগুরা এতিমখানা কমপ্লেক্স এর শিক্ষক ও মসজিদের ইমাম হাফেজ মো. ওলিউর রহমানের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করে তারা ইসলাম ও জাতির শত্রু। সততা ও নিষ্ঠার সাথে সারা জীবন কাজ করেছি বলেই জেলার মানুষ আমাকে ভোট দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছে। যারা আমাকে জেলার উন্নয়নে চেয়ারম্যান পদে তাদের মহা মূল্যবান ভোট দিয়ে ঐ আসনে বসিয়েছেন। তাদের আশার প্রতিফলন ঘটিয়ে জেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই। আমি শুধু মানুষের ভালবাসা ও দোয়া চাই। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন চ্যানেল আর.টিভি’র ইসলামী আলোচক হযরত মাওলানা মো. মাসউদুর রহমান নাটোর, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে  পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মুফা”্ছেির কোরআন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম শাল্যে সাতক্ষীরা, তৃতীয় বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মিল বাজার জামে মসজিদের পেশ ইমাম আক্তারুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মাগুরা এতিমখানা কমপ্লেক্স  ও মসজিদ কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাবেক ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল হান্নান প্রমুখ। এ সময় স্থানীয় ওলামায়েকেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বড় বাজার বাইতুন্নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মুপতি মোহাম্মদ আব্দুল্লাহ।