নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় স্বাস্থ্য খাতে উন্নয়নে বরাদ্দের কোটি কোটি টাকা লুটপাটের ঘটনায় নাগরিক আন্দোলন মঞ্চের ঘেরাও কর্মসূচির ১ ঘন্টার মধ্যেই সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুদুকের সহকারি পরিচালক মোঃ শাওন মিয়ার নেতৃত্বে দুদকের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। ওই টিমে ছিলেন, সহকারি পরিচালক তরুণ কান্তি, উপ-পরিচালক নীল কুমার ও এস আই শ্যামল চন্দ্র সেন। দুদক কর্তৃপক্ষ জানান, সাতক্ষীরায় স্বাস্থ্য খাতে বরাদ্দ হওয়া প্রায় ১৯ কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। ওই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে লুটপাটের সত্যতা পাওয়া গেছে।
এদিকে দুদকের অভিযানের খবরে দুর্নীতিবাজ স্টোর কিপার ফজলু স্টোরের চাবি নিয়ে পালিয়ে যায়।