আন্তর্জাতিক

শ্রীলঙ্কা হামলায় জায়ানসহ প্রাণ হারিয়েছে ৪৫ শিশু

By Daily Satkhira

April 24, 2019

বিদেশের খবর: শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন আটটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতদের মধ্যে অনন্ত ৪৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

মঙ্লবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা সিনহুয়া।

জেনেভায় ইউনিসেফ মুখপাত্র ক্রিস্টোফে বৌলিয়েরাক এক সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ওই হামলায় প্রাণ হারিয়েছে ৪৫ শিশু। নিহত শিশুর সংখ্যা আরো বাড়তে পারে। অনেক শিশু আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছে।

বোমা হামলার ঘটনায় নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান গির্জায় ২৭টি শিশু নিহত এবং ১০ জন আহত হয়। বাত্তিকালোয়ায় একটি ১৮ মাসের শিশুসহ ১৩টি শিশু নিহত হয়েছে। এছাড়া, নিহত শিশুদের মধ্যে পাঁচ জন বিদেশিও রয়েছে বলে নিশ্চিত করেছে ইউনিসেফ।

ইউনিসেফ মুখপাত্র জানান, অনেক শিশু তাদের পিতা-মাতা উভয়কে আর কেউ কেউ একজনকে হারিয়েছে। তারা ভয়াবহ সহিংসতার সাক্ষী হয়েছে।

এদিকে শ্রীলংকার সিরিজ বোমা হামলায় নিহত শিশুদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ানও রয়েছে। তার মরদেহ বুধবার দেশে নিয়ে আসা হয়।