নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি রহমত উল্যাহ পলাশকে আহবায়ক করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) কমিটি গঠনের লক্ষে সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমত উল্যাহ পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষে সাতক্ষীরায় আহবায়ক কমিটি গঠন করা হলো। সাতক্ষীরাকে বিএনপির ঘাটিতে পরিণত করা হবে। দেশের প্রতিটি অঞ্চল থেকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে বলেও জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলম প্রমুখ। উক্ত কমিটিকে আগামী মে মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। „