আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সব ক্যাথলিক গির্জা বন্ধের নির্দেশ

By daily satkhira

April 25, 2019

বিদেশের খবর: শ্রীলঙ্কায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির সব ক্যাথলিক গির্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইস্টার সানডে পালনকালে ক্যাথলিক চার্চে ভয়াবহ বোমা হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মযাজক বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

ওই ধর্মযাজক বলেন, ‘নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সব গির্জা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গির্জায় কোনো ধরনের জমায়েত করা যাবে না।’ সংবাদ সংস্থা বাসস ও এএফপি এ খবর দিয়েছে।

এদিকে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা বলেছেন, ‘দেশব্যাপী গির্জাগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

গত রোববার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলঙ্কার তিনটি চার্চ ও চারটি হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫৯ জন প্রাণ হারায়। এতে পাঁচ শতাধিক লোক আহত হয়।