প্রেস বিজ্ঞপ্তি: এডিআরএফ এর সহযোগিতায় এপিএফডিসি’র আয়োজনে দলিতদের অধিকার বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ৪ সদস্যের একটি সংসদীয় দল নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছে। এই দলের অন্যতম সদস সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রতিনিধি দলে আরও আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মনোরঞ্জন শীল গোপাল এমপি, লুৎফা তাহের এমপি ও নূরজাহান বেগম এমপি। শুক্রবার বিকাল ৩টার ফøাইটে তারা নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে প্রতিনিধি দলটি কাঠমা-ুতে অবস্থান করছে। দলিতদের অধিকার নিয়ে কাজ করা এশিয় পার্লামেন্টেরিয়ানস ফোরাম অন দলিত কনসার্নস (এপিএফডিসি) এবং এশিয়া দলিত অধিকার ফোরাম(এডিআরএফ) আয়োজিত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কাঠমা-ুতে অনুষ্ঠিতব্য ২ দিনের এই সম্মেলনে বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকার নেতৃবৃন্দ, দলিত নেতৃবৃন্দসহ জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপিয় ইউনিয়ন, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, মালয়েশিয়া এবং জাপানের প্র্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে মূলত দলিত নারীদের বিভিন্ন অর্থনৈতিক অধিকার, বিশেষ করে ভূমি, উচ্চ শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়বিচার বিষয়টি গুরুত্ব পাবে।