সাতক্ষীরা

সামেক তৃতীয় ব্যাচের ইন্টার্ণী রিচেপশান অনুষ্ঠিত

By daily satkhira

April 25, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো তৃতীয় ব্যাচ “স্পন্দন’এর সদ্য পাশ কৃত নবীন চিকিতসকদের রিচেপশান। গতকাল উক্ত অনুষ্ঠান টি অত্র মেডিকেল কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস জেড আতীক। সভাপতিত্ব করেন অত্র মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন একাডেমিক কোওর্ডিনেটর অধ্যাপক ডাঃএএইচএসএম কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রুহুল কুদ্দুস, অধ্যাপক ডাঃ খান গোলাম মোস্তফা,ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস, ডাঃ হরষিত চক্রবর্তী,ডাঃআাসাদুজজামান,ডাঃ শামসুর রহমান, ইন্টারনী কোওর্ডিনেটর ডাঃ রাশেদুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা লগ্ন ও তত পরবর্তী স্মৃতি তুলে ধরেন।তিনি নবীন চিকিসতক দের ইন্টারনীকালিন শিক্ষা অর্জন এবং তা দেশের আত্ম পীড়িত মানুষের সেবায় কাজে লাগানোর জন্য আহবান জানান।এছাড়া তিনি বলেন একজন ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে সত্যিকারের চিকিৎসক হিসেবে সফল হওয়া যাবে। এসময় তিনি বাংলাদেশের সর্বকালের সফল প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী যিনি সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর আ,ফ,ম রুহুল হক স্যারের এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অসামান্য অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।সভাপতি মহাদয় বলেন পাঁচ বছর পড়াশোনার পর অত্যন্ত প্রতিদ্বনদীতাপূর্ণ ফাইনাল পেশাগত পরীক্ষায় এমবিবিএস পাশ করে থেমে গেলে হবে না।আরো কঠোর পরিশ্রম করে উচ্চতর বিশেষ্ঙ knowledge অর্জন করে আবার একবার চিকিৎসক হিসেবে জন্ম নিয়ে দেশের অসহায় মানুষের কল্যাণে লাগাতে হবে।তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।উক্ত অনুষ্ঠানটি উপস্থাপন করেন ডাঃ রহিমা খাতুন ও ডাঃ জাহিদুল ইসলাম।এরপর শিক্ষক সমিতির উদ্যোগে মনোষ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।উল্লেখ্য সাতক্ষীরা মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচ থেকে এবার জানুয়ারীতে অনুষ্ঠিত পরীক্ষায় ৪২ জন ছাত্রছাত্রীর মধ্যে ২৭জন চূড়ান্তভাবে কৃতকার্য হয়।।